ঢাকা থেকে রাত ১১.০০ এর বাসে (নন এসি)করে বান্দরবান এর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে।
প্রথম দিন
সকালে বাস থেকে নেমে যত দ্রুত সম্ভব নাস্তা সেরে চান্দের গাড়িতে করে চলে যাবো থানচি। দুপুরের খাবার খেয়ে আমরা বোটে করে রেমাক্রি রওনা দিব। রাতের খাবার খেয়ে আমরা রেমাক্রি তে রাত্রি যাপন করব।
দ্বিতীয় দিন
খুব ভোরে উঠে আমরা নাফাকুম এর উদ্দেশ্যে হাটা শুরু করব। নাফাকুমে কিছু সময় কাটিয়ে চলে ফিরে যাবো রেমাক্রি। সেখান থেকে নৌকায় করে থানচি।থানচি এসে খাবার চান্দের গাড়িতে করে চলে যাবো বান্দরবান। তারপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
(উপরের প্ল্যান সেখানে গিয়ে পরিস্থিতির সাথে পরিবর্তন বা পরিবর্ধন হতেই পারে, তবে সবাইকে অবগত করে সবার সাথে আলোচনা করেই হবে সেই পরিবর্তন বা পরিবর্ধন)
ভ্রমণের স্থান সমুহঃ
-বান্দরবান
-নিলদিগন্ত
-থানচি
- নাফাখুম
-রেমাক্রি
-নীলগিরি
যা যা থাকছে এর মধ্যেঃ
- সকল প্রকার যাতায়াত খরচ (বাস, নৌকা, চান্দের গাড়ি)
- প্রতিদিন ৩ বেলা খাবার ।
- গাইড খরচ
যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
যা সাথে নেওয়া উচিতঃ- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট
-রেইন কোড
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না
ট্র্যাকিং/হাটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন। সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে
=>এই ট্রিপ কোনভাবেই আরামের কোন ট্রিপ নয়। এটি একটি এক্সট্রিম ট্রিপ। যারা যত কম ট্র্যাকিং ট্রিপ করেছেন, তার জন্য এই ট্রিপ ততটাই কষ্টদায়ক আর রোমাঞ্চকর হবে।
=>৩-৪ ঘন্টা হাটা লাগবে ।
=>এই ট্রিপে পার্মিশন নিয়ে আর্মি আর বিজিবি খুব ঝামেলা করে, এটি মাথায় রাখতে হবে।
=>অনেক সময় পার্মিশন হুট করে বন্ধ করে দেয়, তখন ফিরে আসতে হয় (এইসব ক্ষেত্রে কোনভাবেই কেউ দাবী করতে পারবেন না যে যেতে পারিনাই,তাই পুরো টাকা ফেরত দেন !! এমন হলে মূল খরচ যা হয়,তাই রেখে বাকি টাকা আমরা ফেরত দিয়ে দিবো)
=>নিজের ব্যাগ, পানির বোতল, খাবার সবকিছু নিজেদেরকেই বহণ করতে হবে।
প্যাকেজ অন্তর্ভুক্ত-
১। ঢাকা- বান্দরবান -ঢাকা বাস টিকেট।
২। দুইটা ব্রেকফাস্ট,দুইটা লান্স,দুইটা ডিনার ।
৩। অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট ও সকল সাইটসীইং এর এন্ট্রি টিকিট।
0 comments: