নারিকেল জিঞ্জিরা,সেন্টমার্টিন






সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ ভ্রমণ (২ রাত/ ৩ দিন)


জনপ্রতি মাত্র  ৭,৯০০/- টাকা (জন প্রতি)

প্যাকেজের অন্তর্ভুক্ত:

* সেন্টমার্টিনে ২ রাত রিসোর্টে রাত্রিযাপন
* ঢাকা- টেকনাফ -ঢাকা নন এসি বাসের টিকেট।
* টেকনাফ - সেন্টমার্টিন দ্বীপ- টেকনাফ নন এসি জাহাজ।
* ৩ টা সকালের নাস্তা, ৩ টা লাঞ্চ, ৩ টা ডিনার
* ছেরা দ্বীপ ভ্রমন

==============ট্যুর প্ল্যান=============
দিন ০ : সন্ধ্যা ৭:০০ টায় আরামবাগ থেকে নন এসি বাসে যাত্রা শুরু।

দিন ১ : সকাল ৭ টা নাগাদ টেকনাফ পৌছাবো ইনশাআল্লাহ । টেকনাফে পৌঁছে সকালের নাস্তাটা সেরে নিব। নাস্তা শেষ করে সবাই একসাথে শিপে উঠে যার যার আসনে বসে পরব।সকাল ৯.৩০ টার সময় শিপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দিবে কিন্তু শিপ ছেড়ে দিলে আসনে আর বসে থাকা সম্ভব না, কারন সমুদ্রের গর্জন আপনাকে ডাকবে ।গাংচিল আপনার শিপের সাথে সাথে উড়ে বেড়াবে । সেন্টমার্টিনের কাছাকাছি যেতেই নীল জলরাশি আপনাকে স্বাগত জানাবে । দুপুর ১২ টার মধ্যে আমরা নারকেল জিঞ্জিরাখ্যাত সেন্টমার্টিন দ্বীপে পৌছাবো । রিসোর্টে চেক ইন করে মন চাইলে সমুদ্রের জলে গোসলটাও সেরে নিতে পারেন। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম, রিসোর্টের সামনেই চোখ ধাঁধানো নীল জলরাশিতে হাঁটাহাঁটি এবং বিকালে ঘুড়ি দিয়ে রাঙিয়ে ফেলবো সেন্টমার্টিনের আকাশ । বিকেলের সূর্যাস্ত বীচে বসেই উপভোগ করবো । সন্ধ্যার পরে আমরা মেতে উঠবো গান ও জম্পেশ আড্ডায় । রিসোর্টে এ রাত্রি যাপন।

দিন ২ : সারাদিন সেন্টমার্টিন দ্বীপের প্রকৃতির অপার সৌন্দর্য দর্শন,সকালে নাস্তা শেষ করে আমরা চলে যাবো ছেড়া দ্বীপে, যেখানে পাথর আর স্বচ্ছ জলের ফাঁকে ফাঁকে খেলা করছে নানা বিচিত্রের মাছ । সাথে থাকবে স্নরক্লিং, চাইলে আপনিও দেখতে পারেন পানির নিচের অন্য এক জগত। বিকেলের সূর্যাস্ত বীচে বসেই উপভোগ করবো । রাতে বিচের পাশে বারবিকিউ ডিনার।

দিন ৩ : খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যি মামাকে স্বাগত জানাবো। নাস্তা সেরে ফ্রি সময় পাবেন, শেষ বারের মতো সাগরে ডুবাডুবি, ছোট নৌকায় ভ্রমণের ইচ্ছা থাকলে সেটাও সেরে ফেলতে পারেন। অতঃপর বিকাল ৩.০০ টায় আমরা শীপে করে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরত আসবো, অতঃপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
ফুড: সকালের নাস্তা, দুপুরের খাবার,

দিন ৪ : ইনশাআল্লাহ ভোরে ঢাকায় পদার্পন ।
===============================

বিশেষ জরুরী বিষয় সমূহঃ
১। আমরা সর্বদাই ট্র্যাভেল করি কিন্তু ট্যুর আর ট্র্যাভেল এক ব্যাপার নয়। কাজেই যেকোন অনাকাংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যে আমাদের সাথে ফোনে কথা বলে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিবেন। আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্হা নেব ।
২। ব্যাক-প্যাক বেশি ভারী করবেন না। নিত্য প্রয়োজনীয় জিনিষ ছাড়া এক্সট্রা তেমন কিছুই নেবার দরকার নেই।
৩। নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনার একার সুবিধার জন্যে ট্র্যাভেলার কারো অসুবিধা হয় এরকম কোন কাজ করা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
৪। সর্বোপরি ভ্রমন পিপাসু মন থাকতে হবে। ট্র্যাভেলে যেকোন ধরনের সমস্যার মুখোমুখি হতেই পারি, সেটা সমাধান করার জন্যে ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
৫। খাবার দেয়া হবে শুধু সেন্টমার্টিনেই, বাস কিংবা জাহাজে আমরা কোন খাবার দেব না।

ট্রিপটি হবে একদম আমাদের অন্যান্য ট্রিপের মতোই এবং যে কোন পরিস্থিতিতে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে। সেন্টমার্টিন বা দারুচিনি দ্বীপ একটি ছোট পরিসরের দ্বীপ। এখানে অনেক সুবিধাই অনুপস্থিত থাকতে পারে। সেন্টমার্টিনে কোন বিদ্যুৎ সংযোগ নেই তাই জেনারেটরই একমাত্র ভরসা । ভ্রমণটা হবে এ্যাডভ্যানচারে পরিপূর্ণ, অসুস্থ কেউ যাবেন না। এছাড়া বিভিন্ন স্পট পায়ে হেটে ঘুরতে হতে পারে, এগুলো ভেবে দেখবেন।

আমরা সবাই চেষ্টা করবো সুন্দর একটি ইভেন্ট উপহার দিতে। তবু আগে থেকে কিছু সীমাবদ্ধতা জানিয়ে দিলাম। আশা করি কোন অসুবিধা হবে না ইনশআল্লাহ ।

=======================================
শিশু পলিসি : ০-২ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়, ৩-৬ বছরের বাচ্চার জন্য ৫০০০/- প্রযোজ্য।

0 comments: