ঢাকা থেকে রাত ১১.৪৫ এর বাসে (নন এসি)করে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে।
প্রথম দিন
সকালে খাগড়াছড়ি পৌছে সকালের নাস্তা করে চাঁদের গাড়িতে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবো, রাস্তার দুই পাশে পাহাড়ের মনোরম পরিবেশ দেখতে দেখতে সাজেকে পৌঁছে যাব। সাজেকে পৌছে দুপুরের খাবার খেয়ে হালকা বিশ্রাম নিয়ে ঘুরতে বেড়িয়ে পরবো সাজেক ভ্যালি ও তার আশপাশে (রুইলুই পাড়া / কমলাক পাড়া)। রাতের খাবার খেয়ে সাজেকে রাত্রিযাপন।
দ্বিতীয় দিন
সকালের নাস্তা খেয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো এবং হাজাঝরা দেখবো। দুপুরে খাবো খাগড়াছড়ির জনপ্রিয় ‘সিস্টেম’ রেস্টুরেন্টে। তারপর ঘুরে আসবো হাজাঝরা ঝর্ণা,রিছাং ঝর্ণা -আলুটিলা গুহা । খাগড়াছড়ি পৌঁছে ফ্রেস হওয়ার জন্য হোটেলে গ্রুপ ভিত্তিক রুমের ব্যবস্থা থাকবে (ছেলে ও মেয়েদের জন্য আলাদা রুম)।
রাতের খাবার খেয়ে ৯টার বাসে (নন এসি) করে ঢাকার উদ্দেশ্যে রওনা।
প্যাকেজ মূল্য ৫,৫০০ টাকা (প্রতিজন) ।
প্যাকেজ অন্তর্ভুক্ত-
১। ঢাকা-খাগড়াছড়ি-ঢাকা বাস টিকেট। (এসি বাসের জন্য ১০০০ টাকা বেশি দিতে হবে)।
২। দুইটা ব্রেকফাস্ট,দুইটা লান্স,একটা ডিনার ও একটা বারবিকিউ।
৩। অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট ও সকল সাইটসীইং এর এন্ট্রি টিকিট।
৪। রুম প্রতি এক বোতল পানি।
0 comments: