লেক ও মেঘের দেশে (রাংগামাটি ও সাজেক)



ঢাকা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে রাংগামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে  রাত ৯টায়।


প্রথমদিনঃ 
সকালে রাংগামাটি পৌছে সকালের নাস্তা সেরে বেড়িয়ে পড়বো কাপ্তাই লেকের উদ্দেশ্যে। সারা দিন কাপ্তাই লেকের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। দেখবো শুভলং ঝর্ণা, রাজার বাড়ী, ঝুলন্ত ব্রিজ এবং আরো পর্যটন ট্যুরিস্ট স্পট।মাঝে ছোট টিলার হোটেলে লাঞ্চ করে নিব। সন্ধ্যার মদ্ধ্যে হোটেলে ফিরে এসে বিশ্রাম। এরপর রাতের খাবার খেয়ে নিয়ে হোটেলে রাত্রি যাপন।

দ্বিতীয় দিনঃ
ভোরে নাস্তার আগেই আমরা জীপে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো। খাগড়াছপড়ি পৌছে নাস্তা করে আমরা সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সাজেকে পৌছে রিসোর্টে কাপল/ টুইন /গ্রুপ রুম দেওয়া হবে। দুপুরের খাবার খেয়ে হালকা বিশ্রাম নিয়ে ঘুরতে বেড়িয়ে পরবো সাজেক ভ্যালি ও তার আশপাশে (রুইলুই পাড়া / কমলাক পাড়া)। রাতের খাবার খেয়ে সাজেকে রাত্রিযাপন।

তৃতীয় দিন ঃ


সকালের নাস্তা খেয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিবো। দুপুরে খাবো খাগড়াছড়ির জনপ্রিয় সিস্টেম রেস্টুরেন্টে। তারপর ঘুরে আসবো হাজাঝড়া ঝর্ণা, রিছাং ঝর্ণা - আলুটিলা গুহা , ঘুরাঘুরি শেষে হোটেল ইকোছড়ি ইনে গ্রুপ ভিত্তিক রুমে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে রাতের খাবার খেয়ে বাসে (নন এসি বাস) ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

প্যাকেজ মূল্য ঃ ৭,৫০০ টাকা জন প্রতি। (নন এসি বাস)
                              ৮,৭০০ টাকা জন প্রতি। (এসি বাস)



প্যাকেজ অন্তভুক্ত ঃ-
১.ঢাকা - রাঙ্গমাটি - খাগড়াছড়ি - ঢাকা বাস টিকিট।(নন এসি/এসি)
২.৩ নাস্তা, ৩ দুপুরের খাবার, ২টা রাতের খাবার, ১টা বার-বি-কিউ ডিনার, বিকালে হালকা নাস্তা।
৩.অর্ভন্তরীন সকল ট্রান্সপোর্ট

0 comments: