প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান
ঢাকা থেকে রাতের ১১.৪৫ এ বাসে(নন এসি) করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান এর উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে।
প্রথম দিন
বান্দরবান পৌঁছে ফ্রেস হয়ে নাস্তা করে চাঁদের গাড়িতে করে ঘুরতে বেড়িয়ে পরবো স্বর্ণ মন্দির ও রামজাদি মন্দির।
ঘোরাঘুরি শেষে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাব মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং রাস্তার দুই পাশে পাহাড়ের মনোরম পরিবেশ দেখতে দেখতে যাব নীলাচল সেখানে আমরা বিকালে পাহাড়ের সৌন্দর্য ও সূর্যাস্ত দেখব।রাতের খাবার খেয়ে হোটেলে এ রাত্রি যাপন।
দ্বিতীয় দিন
খুব সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাব নীলগিরি সেখানে গিয়ে সূর্য উদয় দেখবো। তারপর আমরা চলে যাব চিম্বুক পাহাড়ে সেখানে আমরা সকালের নাস্তা করে চলে যাব শৈল প্রপাত। বান্দরবান শহরে ফিরে এসে গ্রুপ ভিত্তিক রুমে ফ্রেস হয়ে আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাব বার্মিজ মার্কেটে। রাতের খাবার খেয়ে ৯টার বাসে (নন এসি) করে ঢাকার উদ্দেশ্যে রওনা।
প্যাকেজ মূল্য - ৫৫০০ টাকা। (জনপ্রতি)
প্যাকেজ অন্তর্ভুক্ত-
১। ঢাকা-বান্দরবান-ঢাকা বাস টিকেট।
২। দুইটা ব্রেকফাস্ট, দুইটা লান্স, দুইটা ডিনার।
৩। অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট ও সকল সাইটসীইং এর এন্ট্রি টিকিট।
৪। ফ্রেস হওয়ার জন্য গ্রুপ ভিত্তিক রুমের বেবস্থা (ছেলে ও মেয়েদের জন্য আলাদা রুম)
৫। প্রতি জন এক বোতল পানি।
১। ঢাকা-বান্দরবান-ঢাকা বাস টিকেট।
২। দুইটা ব্রেকফাস্ট, দুইটা লান্স, দুইটা ডিনার।
৩। অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট ও সকল সাইটসীইং এর এন্ট্রি টিকিট।
৪। ফ্রেস হওয়ার জন্য গ্রুপ ভিত্তিক রুমের বেবস্থা (ছেলে ও মেয়েদের জন্য আলাদা রুম)
৫। প্রতি জন এক বোতল পানি।
0 comments: